শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ইতিহাসের পাতায় পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার
ইতিহাসের পাতায় পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার
ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার কাসিম আকরাম। একই ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
কাসিমের এমন রেকর্ড যুব ওয়ানডের ৪৫ বছরের ইতিহাসেও নেই। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। অ্যান্টিগায় যুব বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে কাসিম ও হাসীবুল্লাহ খানের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে পাকিস্তান। জবাবে ১২৭ রানে শেষ হয় শ্রীলঙ্কার যুবাদের ইনিংস। ফলে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান।
শুরুতে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ৩৬৫ রান করে পাকিস্তান। ৮০ বলের ঝড়ো ইনিংসে কাসিম ১৩ চার ও ৬ ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত তিনি করেন ১৩৫ রান। হাসীবুল্লাহ খান ১৩৬ বলে ১৫১ রান করেন। বাকিদের মধ্যে ওপেনার মুহাম্মদ শেহজাদ ৭৩ ও ইরফান খান দুই রান করেন।
জবাব দিতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। মিডল অর্ডারে দুনিত ভালেগে ৪০ ও লোয়ার অর্ডারে ভিনুজা রানপুল ৫৩ রান করেন। কাসিম একাই নেন পাঁচ উইকেট। ১০ ওভারে তিনি খরচ করেন ৩৭ রান। বাকিদের মধ্যে একটি করে উইকেট পান আলি, জীসান, আব্বাস ও মুমতাজ।