শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আমিরাতে বাংলাদেশিদের দখলে মোবাইল মার্কেট
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আমিরাতে বাংলাদেশিদের দখলে মোবাইল মার্কেট
১৬০ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমিরাতে বাংলাদেশিদের দখলে মোবাইল মার্কেট

---

সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ব্যবসা দখলে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। আবুধাবি, দুবাই, শারজা, আজমানসহ বিভিন্ন অঞ্চলে এ ব্যবসাযর নিয়ন্ত্রণ তাদের। এ অবস্থা ধরে রাখা গেলে বাংলাদেশের অর্থনীতিতে আরো ভূমিকা রাখার আশা ব্যবসায়ীদের।

বাংলাদেশের রেমিটেন্স জোগান দেওয়ার ক্ষেত্রে যে অবদান প্রবাসীদের তার একটি বিশাল অংশ দখল করে আছে সংযুক্ত আরব আমিরাতের ইলেকট্রনিক এবং মোবাইল ব্যবসায়ীরা। দেশটির প্রত্যন্ত অঞ্চলে শক্ত এক অবস্থান তৈরি করেছে ব্যবসায়ীরা। প্রায় প্রতি মাসেই কোনো না কোনো এলাকায় বাংলাদেশি মালিকানাধীন নতুন মোবাইলের দোকানের দেখা মিলছে।

আল সারিয়া মোবাইল কোম্পানির পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভবিষ্যতে বাংলাদেশের পণ্য যেন বিদেশের ক্রেতার হাতে তুলে দেওয়া যায় সেই চেষ্টা থাকবে।

প্রবাসীরা শুধু সংযুক্ত আমিরাতে ব্যবসা করছে তা নয়, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে মোবাইল ও ইলেকট্রিক পণ্য আমদানি রপ্তানি করছে তারা। এ ব্যবসায় বাংলাদেশিদের সফলতার কারণে মোবাইল কোম্পানিগুলোও আস্থা রাখছে।

প্রবাসী বাংলাদেশি সেলিম উদ্দিন, বাঙালিরা আমিরাতে মোবাইল মার্কেট দখল করেছে। মোবাইল আমদানি-রপ্তানিও এখন বাঙালিদের হাতে।

করোনাকালীন সময়ে অন্য ব্যবসায়ীদের পাশাপাশি মোবাইল ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হন। তবে বর্তমানে তা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।



আর্কাইভ