শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ
১৩৫ বার পঠিত
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ

---

বাজেটে প্রথমবারের মতো কর আরোপের মাধ্যমে ভারতে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রাকে বৈধতা দিয়েছে মোদি সরকার। নতুন এ বাজেটে বাংলাদেশে খরচের জন্য বরাদ্দ বাড়িয়ে ৩০০ কোটি রুপি করা হয়েছে। করোনা মহামারির মধ্যেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়।

ভারতের অর্থমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) লোকসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ৬০ লাখ নতুন চাকরি সৃষ্টি, ২৫ হাজার কিলোমিটার মহাসড়ক নির্মাণ, পোস্ট অফিসের ডিজিটালাইজেশনসহ বেশকিছু প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে আয়কর ছাড়ের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা রাখা হয়নি। এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রায় বসানো হয়েছে ৩০ শতাংশ কর।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়। নতুন এ বাজেটে মহামারি কাটিয়ে ভারতের জনগণের নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে নতুন বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাধারণ মানুষ। তারা বলছেন, বেশকিছু প্রকল্পে গুরুত্ব দেওয়া হলেও আয়করে ছাড় না দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। তারা বলেন, বাজেটে সে রকম কোনো পরিবর্তন হয়নি। এটা চাপে পড়ার রাস্তা। মধ্যবিত্ত পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার তেমন কিছু করেনি। যারা মধ্যবিত্ত মানুষ তাদের দিনকে দিন আরও অবস্থা খারাপ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, কোনো গ্রামীণ জায়গা থেকে কোথায় চলে যাচ্ছে। আমরা তাদের পেছনে আছি।

ভারতের নতুন বাজেটে প্রতিবেশী দেশ বাংলাদেশের উন্নয়নে ১০০ কোটি রুপি বাড়িয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৩০০ কোটি রুপি।

এদিকে নতুন বাজেট নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় মমতা বলেন, নতুন বাজেটে সাধারণ মানুষে কোনো স্বার্থ রক্ষা হয়নি। দেশটির বিরোধী দলগুলো এই বাজেট প্রত্যাখ্যান করেছেন।



আর্কাইভ