শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ময়মনসিংহে র্যাব-জঙ্গি গোলাগুলি, গ্রেপ্তার ৪
ময়মনসিংহে র্যাব-জঙ্গি গোলাগুলি, গ্রেপ্তার ৪
ময়মনসিংহে জঙ্গিদের সঙ্গে র্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা হয়েছে। এসময় অস্ত্রসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে নগরীর খাগডহর এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব সূত্রে জানা গেছে। ৪ জঙ্গিকে গ্রেপ্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১৪’র এএসপি হান্নানুল ইসলাম।
এএসপি হান্নানুল ইসলাম জানান, রাতে অভিযান শুরুর পর র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ওই চার জঙ্গিকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।
এর আগে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ময়মনসিংহের খাগডহর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে রাতে র্যাব-১৪ এর উইং কমান্ডার রোকোনুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু হয়।