মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’
মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’
অপু বিশ্বাস-বাপ্পী চৌধুরীকে নিয়ে সিনেমা নির্মাণ করেছিলেন দেবাশীষ বিশ্বাস। নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। কথা ছিল ২০১৯ সালে দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু আটকে যায় মুক্তি।
করোনা পরিস্থিতির মধ্যে নতুন করে আবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। বাছাই করে প্রায় দুই ডজন হলে মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’।
উৎসব আমেজের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। তাই সিনেমাটি উৎসবের মধ্যেই মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। তাই বেছে নিয়েছেন ফেব্রুয়ারির ১১ তারিখ। তিনি বলেন, আসলে আর দেরি করতে চাই না। তাই সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজনা সংস্থাকে বলেছিলাম। তারা আমার কথা রেখেছে। অবশেষে মুক্তি পাচ্ছে।
এ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। যদিও এর আগে মুক্তি পেয়েছে এ জুটির ‘প্রিয় কমলা’ সিনেমাটি। ফ্যামিলি-কমেডি ধাঁচের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস।
এর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামের সিনেমা নির্মাণ করেছিলেন দেবাশীষ বিশ্বাস। ২০০১ মুক্তিপ্রাপ্ত ওই সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন রিয়াজ-শাবনূর। লম্বা সময় পর একই নামে সিনেমা নির্মাণ করেছেন দেবাশীষ বিশ্বাস। নাম এক হলেও এটি সিকুয়্যাল নয় বলেও জানিয়েছেন তিনি।
শুটিংয়ের দিক থেকে বাপ্পী-অপু জুটির প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ হলেও মুক্তির দিক থেকে এটি দ্বিতীয়। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে দিয়ে যাত্রা শুরু করেছিলেন অপু বিশ্বাস। অন্যদিকে ২০১২ সালে শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় বাপ্পীর।