রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » দ্বিতীয়বারের মতো ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা
দ্বিতীয়বারের মতো ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা
দ্বিতীয়বারের মতো ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সার্জিও মাতারেল্লা।
শনিবার দেশটির পার্লামেন্টের ভোটাভুটিতে আগামী ৭ বছরের জন্য ইতালির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ৮০ বছর বয়সী এই নেতাকে। প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫০৫টি ভোট প্রয়োজন হলেও তিনি পান ৭৫৯টি। তবে ইতালির এবারের প্রেসিডেন্ট নির্বাচন করতে রেকর্ড ছয়বার আস্থা ভোটের আয়োজন করতে হয় সংসদকে।
পাঁচ দফা আস্থা ভোট ব্যর্থ হওয়ার শনিবার সপ্তমবারের মতো ইতালির পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত। অবশেষে ১০০৯টি ভোটের মধ্যে ৭৫৯টি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন সার্জিও মাতারেল্লা। টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাতারেল্লা বলেন, অত্যন্ত কঠিন সময় পার করছে ইতালি। দ্বিতীয় মেয়াদে সঠিকভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি।
সার্জিও মাতারেল্লা বলেন, স্পিকার, নিম্নক্ষের সদস্য এবং সিনেট সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা কঠিন সময় পার করছি। অর্থনীতি, স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা সবকিছুই জটিল হয়ে পড়েছে। তবে পার্লামেন্ট যে সিদ্ধান্ত দিয়েছে আমি তা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করে যাব।
প্রায় ১ হাজার ৯ জন ভোটার গোপন ব্যালটে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। ৬৫০ জন ডেপুটি সাংসদ, ৩২১ জন সিনেটর এবং ৫৮ জন আঞ্চলিক প্রতিনিধি এই ভোটে অংশ নেন। দক্ষিণ ইতালির সিসিলি প্রদেশের অধিবাসী সার্জিও মাতারেল্লা ২০১৫ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাদামাটা জীবনের অধিকারী মাতারেল্লা দ্বিতীয় পর্বে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন।