রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ৬ বছর পর বার্সায় ফিরলেন ট্রাওরে
৬ বছর পর বার্সায় ফিরলেন ট্রাওরে
আগেই গুঞ্জন ছিল নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরছেন স্প্যানিশ উইঙ্গার আদামা ট্রাওরে। শনিবার (২৯ জানুয়ারি) ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এপির।
বার্সেলোনাকে বদলে দিতে ইতোমধ্যে মাঠে নেমেছেন কোচ জাভি হার্নান্দেজ। প্রয়োজন অনুয়ায়ী কাউকে দলে চুক্তিবদ্ধ করছেন তো, কাউকে ছাড়ছেন। ফরাসি ফুটবলার উসমান দেম্বেলেকে ক্লাব ছাড়তে বলার পর, দলের টানেন ফেরান তরেসকে। এবার ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন থেকে ধারে আদামা ট্রাওরেকে দলে টানলেন বার্সা কোচ।
উলভস থেকে ছয়মাসের লোনে বার্সায় ফিরছেন ট্রাওরে। গ্রীষ্মের দলবদলে মৌসুমে ৩০ মিলিয়নে ইউরোতে তাকে রেখে দেওয়ার সুযোগ রয়েছে বার্সার। উলভসে যে বেতন পেতেন পুরোটাই বার্সাতে পাবেন এ খেলোয়াড়।
আদামা ট্রাওরের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই স্পেনের বার্সেলোনায়। ক্যাম্প ন্যুয়ের পাশেই তার বাড়ি। ছোটবেলা থেকে বার্সার লা মাসিয়া একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে হয়েছেন পেশাদার ফুটবলার। আদামা ট্রাওরের জন্য তাই ঘরই বলা যায় বার্সাকে। ২০১৩ সালে বার্সার সিনিয়র দলে তার অভিষেক হয়। সে অর্থে বর্তমান কোচ জাভি তার সতীর্থও বটে। এরপর ২০১৫ সালে স্পেন থেকে ইংল্যান্ডে পাড়ি জমান ট্রাওরে। ১০ মিলিয়ন ইউরোতে নাম লেখান অ্যাস্টন ভিলাতে। পরে ২০১৮ সাল থেকে খেলছেন উলভসের জার্সিতে।
বার্সায় ফেরা প্রসঙ্গে ট্রাওরে বলেন, ‘আমি এখানে বেড়ে উঠেছি। অনেক দিন পর ক্যাম্প ন্যুয়ে পরিবার এবং বন্ধুদের নিকট ফিরতে পেরে আমি আনন্দিত। এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। এই খুশি আমি মাঠে ছড়িয়ে দিতে চাই। ‘ তাকে দলে টেনে খুশি ক্লাব বার্সাও। আদামাকে ইউরোপের সেরা ড্রিবলার আখ্যা দিয়ে ক্লাব জানায়, ডিফেন্ডারদের প্রতিহত করে রক্ষণভাগে প্রবেশ করতে দারুণ দক্ষ ট্রাওরে।
ইতোমধ্যে বার্সার মেডিক্যাল কার্যক্রমও শেষ করে ফেলেছেন স্পেনের জাতীয় দলের এ ফুটবলার। বুধবার তাকে নিয়ে সংবাদ সম্মেলন করবে ক্লাব। গত বছরের আগস্টে দলের অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসি ক্যাম্প ন্যু ছাড়ার পর থেকেই বাজে সময় পার করছে বার্সেলোনা। লিগ টেবিলে তাদের অবস্থান পাঁচে।