শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » অসংক্রামক ব্যাধি নীরব ঘাতক, বললেন পরিকল্পনামন্ত্রী
অসংক্রামক ব্যাধি নীরব ঘাতক, বললেন পরিকল্পনামন্ত্রী
স্বাস্থ্য খাতের যেসব বিষয়ে ঘাটতি রয়েছে তা গুরুত্বের সঙ্গে দেখছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, নীরব ঘাতক হিসেবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি যেসব খাবার এসব রোগ সৃষ্টি করে সেসব থেকেও দূরেও থাকতে হবে।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ন্যাশনাল নন কমিউনিকেবল ডিজিস ফোরাম আয়োজিত তিন দিনব্যাপী এক সেমিনারে এসব বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, কৃষক, মাঝি থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মজীবীদেরও সরকার অনেক বেশি সহায় তা দিয়েছে। এতে দেশের সার্বিক উন্নয়ন হলেও তা পর্যাপ্ত নয়, এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই, অনেক পথ এখনো পাড়ি দিতে হবে।
এ সময় দেশের উন্নয়নে বিশাল অবদান রয়েছে প্রবাসীদের এ কথা উল্লেখ করে মন্ত্রী জানান, তারা বিভিন্নভাবে কঠোর পরিশ্রমের টাকা এ দেশে পাঠায়। সে টাকা সরকার সাধারণ মানুষের উন্নয়নেই ব্যয় করে বলে জানান।
অনুষ্ঠানে প্রফেসর ডা. আবু সাইদ বলেন, অসংক্রামক রোগ প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি কতটুকু তা নিয়ে ভাবতে হবে সরকারকে।
সাধারণ মানুষ রোগের জন্য ব্যয় করতে প্রস্তুত থাকলেও রোগ থেকে দূরে থাকতে সচেতনতায় আগ্রহী নয় বলেও জানান তিনি।
তিন দিনব্যাপী এ সেমিনারে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা আলোচনায় অংশগ্রহণ করবেন।
গত ২৬ জানুয়ারি শুরু হওয়া বাংলাদেশে এনসিডি (অসংক্রামক রোগ) নিয়ে করা এ সম্মেলন শেষ হচ্ছে আজ। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে।