শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মিরাজদের ব্যাটিংয়ে পাঠাল মুশফিকরা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মিরাজদের ব্যাটিংয়ে পাঠাল মুশফিকরা
১৭৫ বার পঠিত
শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরাজদের ব্যাটিংয়ে পাঠাল মুশফিকরা

---

বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই শুক্রবার (২৮ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে মিরাজদের ব্যাটিংয়ে পাঠিয়েছে মুশফিকরা।

হোম গ্রাউন্ডে খেলা তাই শুরুটা ভালো করতে চান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাগরিকার উইকেট তুলনামূলক ভালো, তাই চ্যালেঞ্জটা শুধু ব্যাটসম্যান না, বোলারদেরও। প্রতিপক্ষ খুলনা অধিনায়ক মুশফিকুর রহিমও একই সুরে বললেন কঠিন সময় অপেক্ষা করছে বোলারদের জন্য। ভিন্ন উইকেটে দ্রুত মানিয়ে নিয়ে ভালো করতে চায় খুলনা টাইগার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

হার দিয়ে আসর শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে। খুলনার হয়েছে ভিন্ন অভিজ্ঞতা। প্রথম ম্যাচ জিতলেও হেরেছে পরেরটা। ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা-চট্টগ্রাম। সাগরিকাতে প্রথম ম্যাচেও তারা একে অপরের প্রতিপক্ষ।

ঢাকার উইকেট নিয়ে ছিল অজস্র প্রশ্ন। দিনের ম্যাচে রান খরায় ভুগতে হয়েছে প্রতিটি দলকে। চট্টগ্রামের উইকেট বরাবরই রানপ্রসবা। যেখানে চ্যালেঞ্জটা বেশি বোলারদের, যা অজানা নয় কারোই। সে অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে দু’দল।

খুলনা অধিনায়ক মুশফিক বলেন, ঢাকা ও চট্টগ্রামের উইকেটে কিছুটা ভিন্নতা আছে। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত পারা যায়, এখানকার উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। তিনি আরও বলেন, চট্টগ্রামের উইকেট যেহেতু ব্যাটিংবান্ধব তাই এটা নিয়েই কাজ করছি আমরা।

এদিকে স্বাগতিক দল চট্টলার অধিনায়ক মেহেদী মিরাজ বলেন, এখানে উইকেট ভালো। আমরা চাইবো পুরোপুরি সুবিধা নিতে।

হোম গ্রাউন্ডে চট্টগ্রাম খেলবে সর্বাধিক চারটি ম্যাচ। মাঠে দর্শক না থাকলেও হোম গ্রাউন্ডে খেলা মানেই থাকবে প্রত্যাশার চাপ। চট্টগ্রামের ক্ষেত্রেও সেটা হবে অবধারিতভাবেই। যদিও অধিনায়ক মিরাজ এদিক থেকে বেশ ইতিবাচক। মিরাজ বলেন, আমরা যদি বড় কিছু চিন্তা করি তাহলে দলের ওপর বাড়তি চাপ। আমাদের খেলোয়াড়দেরও বাড়তি চাপ। তার চেয়ে বরং স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস, উইল জ্যাকস, আফিফ হোসেন, শামিম হোসেন, সাব্বির রহমান, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাইম ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা এবং নাসুম আহমেদ।

খুলনা টাইগার্স একাদশ : আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির রাব্বী, থিসারা পেরেরা, মেহেদী হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, সেকুগে প্রসন্ন এবং নাবিল সামদা



আর্কাইভ