শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আর্জেন্টিনার ফুটবলারদের বাথরুমে যেতে দেয়নি চিলি
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আর্জেন্টিনার ফুটবলারদের বাথরুমে যেতে দেয়নি চিলি
৩৫৪ বার পঠিত
শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনার ফুটবলারদের বাথরুমে যেতে দেয়নি চিলি

---

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাগতিক চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। যদিও এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। এমনকি ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনিও। তবুও আন্তর্জাতিক ফুটবলে টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার তকমা ধরে

তবে ম্যাচ জেতার পর গুরুতর এক অভিযোগ করেছেন আর্জেন্টাইন ফুটবলার ডি পল। তিনি বলেন, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে চিলিতে আসার পর থেকেই তারা আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে।

তিনি জানান, প্লেন থেকে নামার পর আমাদের বাথরুমে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এ ছাড়া আমাদের এয়ার কন্ডিশনারের লাইন কেটে দিয়েছে। পানি বন্ধ করে দিয়েছে। এ ছাড়া সারাক্ষণ সাইরেনের শব্দ শুনিয়ে শুনিয়ে বিরক্ত করেছে।

মেসির এ সতীর্থ আরও বলেন, আমি বলছি না এটা ঠিক নাকি ভুল। কিন্তু একজন আর্জেন্টাইন হিসেবে, আমার দেশে আসা প্রতিটি দলই যথাসম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা শুধু খেলায় নয়, আচার-ব্যবহার দিয়ে তাদের মনও জয় করে নেই।

আলবিসেলেস্তেদের জন্য জয় পাওয়া এতটা সহজ ছিল না। ঘরের মাঠে দুইবারের বিশ্বজয়ীদের বলতে গেলে কাঁপন ধরিয়ে দিয়েছে চিলি। বারবার সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই শেষ করতে পারতো স্বাগতিকরাই।

তবে ম্যাচের শুরুর দিকে চিলির বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। নবম মিনিটেই দৃষ্টিনন্দন শটে দলকে এগিয়ে নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঝ মাঠ থেকে একাই বল টেনে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জরালো শটে চিলির জাল ভেদ করেন এই স্ট্রাইকার।

তবে ম্যাচ শুরু দুই মিনিটে পিছিয়ে যেত পারতো আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে চিলি স্ট্রাইকারের নেওয়া শট অল্পের জন্য জালে জড়ায়নি। নিজেদের ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চিলি।

ম্যাচের ২০ তম মিনিটে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। প্রতি আক্রমণে ডি বক্সের বাইরে থেকে নুনেজের বাড়ানো শট হেডের সাহায্যে প্রতিপক্ষের জালে জড়ান ব্রেরেতন দিয়াজ। অবশ্য তাদের মুখে বেশিক্ষণ হাসি থাকেনি। ৩৪তম মিনিটে চিলির গোলরক্ষক ব্রাভোর ভুলে লিড পায় আলবিসেলেস্তেরা। ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ঠেকিয়ে দিলেও আটকে রাখতে পারেননি ব্রাভো। বল পেয়ে যান লাওতারো মার্টিনেজ। সহজ গোলটি করতে তিনি কোনো ভুল করেননি।

এমন ভুল করায় ব্রাভোকে সঙ্গে মাঠ থেকে তুলে নেন কোচ লাসার্টে। বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরতে পারতো চিলি। পাওলো দিয়াজের জোরালো শট ঠেকিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন এমিলিয়ানো মার্টিনেজ। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চিলি। তবে ব্যবধান আর কমাতে পারেনি তারা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটির দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।



আর্কাইভ