বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ৯৯১ আক্রান্ত ২০৪
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ৯৯১ আক্রান্ত ২০৪
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ নারায়ণগঞ্জে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৯১ জনের। এতে আক্রান্ত হয়েছে ২০৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮ হাজার ২৩৬ জন। সুস্থ হয়েছে ২৬ হাজার ৩৯৩ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩২৭ জনের আছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৪৮।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৮ জন ও আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৫ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৪৫ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৪ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯২৩ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৭ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪২ জন।