বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » নারী উন্নয়নে প্রশিক্ষণের আওতা বাড়ানোর সুপারিশ
নারী উন্নয়নে প্রশিক্ষণের আওতা বাড়ানোর সুপারিশ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নারী উন্নয়নে প্রশিক্ষণের আওতা বাড়ানোসহ জেলা ও উপজেলা ভিত্তিক নারীদের ল্যাপটপ প্রদানে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটি সদস্য মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ডিএনএ ল্যাবের কার্যক্রম এবং নারীর প্রতি সহিংসতা রোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি “গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় মহিলা বিপণন কেন্দ্র (জয়িতা-কলিগঞ্জ)” শীর্ষক কর্মসূচি’টি জুন ২০২২ এ সমাপ্ত হলে দ্রুত প্রশিক্ষণ শুরুর সুপারিশ করা হয়।
সভায় তথ্য আপা ও ই-কমার্স প্রকল্পের কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।
কমিটি ডিএনএ ল্যাবের কর্যক্রম আরও যুগোপযোগী ও গতিশীল করতে মন্ত্রণালয়ের করনীয় আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,মহিলা বিষয়ক অধিদপ্তরের মহপরিচালক,জতীয় মহিলা সংস্হার নির্বাহী পরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।