বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অনিশ্চিত স্বর্ণজয়ী মাবিয়ার কমনওয়েলথ যাত্রা
অনিশ্চিত স্বর্ণজয়ী মাবিয়ার কমনওয়েলথ যাত্রা
বাংলাদেশের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের বার্মিংহামের কমনওয়েলথ যাত্রা অনিশ্চিত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তির আওতায় প্যারিসে প্রশিক্ষণে গেলে সিঙ্গাপুরে আসরটির বাছাইপর্বে অংশ নেওয়া অসম্ভব হয়ে যাবে তার জন্য।
মাবিয়া আক্তার বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বেশ আগেই। ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে ৬৩ কেজি ইভেন্টে ভারোত্তোলন করে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। এর আগে ২০১৫ সালে ইউথ লেভেলে ৬৩ কেজি ইভেন্টে ভারোত্তোলন করে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতেন। এবার সেই কমনওয়েলথেই কিনা অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
মাবিয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তির আওতায় প্যারিসে প্রশিক্ষণে যাবেন। মাস খানেকের মধ্যেই প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার কথা। বিওএ-আইওসি আনুষ্ঠানিকতা প্রায় শেষপর্যায়ে। এদিকে সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপের আগে প্যারিস চলে গেলে আর কমনওয়েলথ খেলা হবে না এটা ভেবে শঙ্কিত মাবিয়া বলেন, ‘সিঙ্গাপুরে বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারলে কমনওয়েলথ গেমসে খেলতে পারব না। কমনওয়েলথ গেমস খেলতে খুব আগ্রহী আমি।’
তবে প্যারিস প্রশিক্ষণের সুযোগও হাতছাড়া করতে চান না মাবিয়া। বৃত্তি পেয়েও বেশ উচ্ছ্বসিত মাবিয়া বলেন, ‘অন্য ডিসিপ্লিনের অনেক খেলোয়াড় এর আগে উচ্চতর প্রশিক্ষণে গিয়েছিল। এবার আমি সুযোগ পেয়েছি। এ জন্য খুবই খুশি। কিন্তু কমনওয়েলথের বাছাই ও প্রশিক্ষণের যাত্রার সময়সূচি প্রায় কাছাকাছি। বাছাইয়ের সপ্তাহখানেক আগে প্যারিস গেলে আর সিঙ্গাপুর যাওয়া সম্ভব হবে না এবং কমনওয়েলথও খেলতে পারব না। ‘
এদিকে ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ অবশ্য অলিম্পিকের প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। , ‘অলিম্পিকের গুরুত্ব অবশ্যই বেশি। সিঙ্গাপুর যাওয়ার আগে যদি প্যারিস যেতে হয় সেক্ষেত্রে প্যারিসকেই বেছে নিতে হবে মাবিয়াকে। ‘ মাবিয়া অবশ্য চাইছেন কমনওয়েলথ ও অলিম্পিক দুই টুর্নামেন্টেই অংশ নিতে। এ বিষয়ে ফেডারেশনের হস্তক্ষেপ চেয়ে মাবিয়া বলেন, ‘বিওএ যদি আইওসি’র সঙ্গে আলাপ করে আমার যাত্রা কিছুদিন পেছাতে পারে। তাহলে আমি সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারব। সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারলে কমনওয়েলথে জায়গা করে নেব। এরপর প্যারিসে অনুশীলন করলে আমার পারফরম্যান্সে উন্নতি হবে কমনওয়েলথে।’
কিছুদিন আগে করোনা পজিটিভ ছিলেন টানা দুই সাফ গেমসে স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। মাত্র করোনা থেকে সেরে ওঠায় ভারত্তোলন ফেডারেশন মাবিয়াকে সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল দিতে দেয়নি। মাবিয়া সরাসরি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।
দু’দিন ব্যাপী হওয়া ট্রায়ালে মাবিয়াসহ আরও সাতজন নারী ও আটজন পুরুষ ভারোত্তোলক নির্বাচিত হয়েছেন। এই ১৬ জন সিঙ্গাপুর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। সেখানে যারা কমনওয়েলথের শর্তপূরণ করতে পারবেন তারা বার্মিংহামে খেলার টিকিট পাবেন।
এদিকে ভারত্তোলন ফেডারেশনের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ বার্মিংহামে কয়েকজন ভারোত্তোলকের খেলার ব্যাপারে আশাবাদী, ‘আমরা ১৬ জনের নাম চূড়ান্ত করেছি বাছাইয়ের জন্য। বাছাইপর্বে প্রতি ওজন শ্রেণি থেকে ১১ জন কমনওয়েলথে অংশগ্রহণ করতে পারবে। আমরা আশাবাদী বাংলাদেশের কয়েকজন ভারোত্তোলক বাছাইয়ে ১১ জনের মধ্যে থাকবে।’