মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জকে সিসি টিভির আওতায় আনতে চাইছি - ডিসি
নারায়ণগঞ্জকে সিসি টিভির আওতায় আনতে চাইছি - ডিসি
একজন ডিসি চাইলেই সব কিছু করতে পারে না। র্যাব, পুলিশও চাইলে সব করে ফেলতে পারবে এমনও না। সকল সমস্যার সমাধান করা সম্ভব! তবে, সেটা করতে হবে সকলে মিলেই।
নারায়ণগঞ্জের সমস্যা, সামাধান পথ নিয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সাথে আলোচনা কালে এ কথা বলেন নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেল কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ে তোলতে সকলের সহযোগীতা ও পরামর্শ চান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ বলেন, আমি জনপ্রতিনিধি রাজনীতিবিদসহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে সহযোগীতা চাইবো। অন্যান্য জেলার তোলনায় নারায়ণগঞ্জে কাজের সুযোগ বেশি। আশা করি, সকলের সহযোগীতায় আমরা কিছু না কিছু করতে পারবো। কাজও হবে। জায়গা কখনো কিটিকাল হয় না, কিটিকাল হচ্ছি আপনি আর আমি। আমাকে অনেক মানুষ বলেছে, নারায়ণগঞ্জ হচ্ছে শান্তির জায়গা।
মঞ্জুরুল হাফেজ আরও বলেন, নারায়ণগঞ্জকে সিসি টিভির আওতায় আনতে চাইছি, আপনারা সহযোগীতা করলে সেটাও পারবো।
যদি কেউ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে অবশ্যই সেই অভিযোগ তদন্ত করে মামলা করার দাবি উঠে।
এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় বিস্তার আলোচনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।