মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় বাল্কহেডের ইঞ্জিনে মাফলার পেচিয়ে মিস্ত্রীর মৃত্যু
ফতুল্লায় বাল্কহেডের ইঞ্জিনে মাফলার পেচিয়ে মিস্ত্রীর মৃত্যু
ফতুল্লায় বাল্কহেডের ইঞ্জিনে মাফলার পেচিয়ে গ্রিজার (মিস্ত্রী) আহসান উল্লাহ’র (২৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাটে। নিহত আহসান উল্লাহ বরিশাল হিজলা থানার খাঁর পুত্র।
আহসান উল্লার ভগ্নিপতি নান্নু মিয়া জানান, মা-বাবার দোয়া নামক বাল্কহেডে কাপাসিয়া থেকে সিমেন্ট বোঝায় করে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাটে নোঙর করে। এসময় বাল্ক হেডের ইঞ্জিন রুমি গিয়ে দেখতে পান তাঁর শ্যালক আহসান উল্লাহ ইঞ্জিনের সাথে গলার মাফলার পেচিয়ে পরে আছে। এসময় অন্যান্যরা আহসান উল্লাহ’র মৃতদেহ দেখতে পায়। মা-বাবার দোয়া বাল্কহেডের মালিক এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের ভাতিজা আরাফাত।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ইঞ্জিনের সাথে মাফলার পেচিয়ে আহসান উল্লাহ’র মৃত্যু হয়েছে। নিহতের লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।