শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ডি ইয়ংয়ের গোলে বার্সার পাঁচে পদার্পণ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ডি ইয়ংয়ের গোলে বার্সার পাঁচে পদার্পণ
৩৯৬ বার পঠিত
সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডি ইয়ংয়ের গোলে বার্সার পাঁচে পদার্পণ

---

লা লিগার ম্যাচে রোববার (২৩ জানুয়ারি) রাতে আলাভেসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সাতে আটকে থাকা বার্সাকে জয়সূচক গোলটি করে পয়েন্ট টেবিলের পাঁচে তুলেন ডাচ ফরোয়ার্ড ফ্রেঙ্কি ডি ইয়ং।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল না বার্সেলোনার। প্রথমার্ধ তো বটে দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না সফরকারীরা। তাতে ড্রয়ের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছিল বেশ। দীর্ঘদিন পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করা জায়ান্ট ক্লাবটি পঞ্চম স্থানটি দখল করারও সুযোগ হারাচ্ছিল।

তবে ম্যাচের অন্তিম মুহূর্তে জ্বলে উঠে দলকে হতাশা থেকে বাঁচান ফ্রেঙ্কি ডি ইয়ং। ম্যাচের ৮৭তম মিনিটে তার পা থেকে আসে জয়সূচক গোলটি। আর তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে জায়গা করে নেয় মেসির সাবেক ক্লাবটি।

লিগ টেবিলের ১৯তম দল আলাভেস, তাদের বিপক্ষে বলের দখলে বার্সেলোনা আধিপত্য দেখিয়েছে প্রথম থেকেই। প্রথমার্ধের বাঁশির আগে ৭৭ শতাংশ সময় বলের দখলে ছিল বার্সা। তবে আক্রমণে সৃষ্টিশীলতার অভাব ভালোই ভুগিয়েছে দলটিকে। বিরতির আগে আক্রমণে উঠলেও আলাভেস রক্ষণে ত্রাস তেমন ছড়াতে পারেনি কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বিরতির পর অবশ্য খেলায় পরিবর্তন এসেছে কিছুটা, তবে সেটা জায়ান্ট বার্সেলোনার সাথে ঠিক মানাচ্ছিল না। তবু বার্সা ত্রাস ছড়িয়েছে আলাভেস রক্ষণে। শেষ মুহূর্তের কিছু ট্যাকলে স্বাগতিকরা বেশ কিছু আক্রমণ ভেস্তে দিয়েছে কাতালানদের, সঙ্গে ফের্নান্দো পাচেকোর বেশ কিছু সেভ আলাভেসকে অন্তত একটা পয়েন্টের আশা দেখাচ্ছিল।

তাতে অবশ্য বার্সার শঙ্কাও বাড়ছিল। শেষ তিন ম্যাচে জয়ের দেখা নেই। গ্রানাডার বিপক্ষে লিগের সর্বশেষ ম্যাচে ড্রয়ের পর সুপারকাপে রিয়ালের কাছে হার, এরপর কোপা দেল রেতে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হার। এরপর আলাভেসের বিপক্ষেও ড্র হলে সেটা বড় মানসিক ধাক্কাই দিত বার্সাকে।

তবে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে সেটা আর হয়নি। জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে তা ডি ইয়ংয়ের উদ্দেশে বাড়ান ফেরান তরেস। ডাচ মিডফিল্ডার সেটা পাঠান জালে। শুরুতে অফসাইডের সন্দেহ থাকলেও ভিএআর যাচাই করে এসে গোল দেন রেফারি। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বার্সার।

প্রতিপক্ষের মাঠ থেকেই তুলে নেওয়া এই জয়ে বার্সার সংগ্রহ দাঁড়াল ২১ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট। তাদের ওপরে থাক অ্যাতলেতিকো মাদ্রিদের সমান ম্যাচে পয়েন্ট সংখ্যা ৩৬। চলতি আসরে চ্যাম্পিয়নের দৌড়ে পিছিয়ে থাকা ক্লাবটির কোচ জাভির পরিকল্পনা শেষ চারে থেকে লিগ শেষ করা। সে যাত্রায় অনেকটাই এগিয়ে ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলে ৫০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তালিকার শীর্ষে।



আর্কাইভ