শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, নিহত ৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, নিহত ৭
১৬১ বার পঠিত
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, নিহত ৭

---

মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালের টারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে বহুতল ভবনটিতে লাগা আগুনে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৫-রও বেশি। পুলিশ সূত্রের খবর, অগ্নিদগ্ধদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

খবর এনডিটিভির

গণমাধ্যমটি জানায়, কমলা বিল্ডিং নামে ২০ তলা ভবনটির ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন নজরে আসে। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর বলেছেন, ‘‘ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা রয়েছে।’’ তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ছ’জন বয়স্ক ব্যক্তি। তাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, ১৩টি ইউনিট প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আহত এবং অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে তিন জন রয়েছেন আইসিইউ-তে।

প্রসঙ্গত, গত অক্টোবরে দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মাণাধীন বহুতলে দুপুরে আগুন লেগে কয়েক জনের মৃত্যু হয়েছিল



আর্কাইভ