শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে চোরাচালানের ২২৪টি মোবাইলসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা মোবাইলগুলো জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. লিমন (২৪), মো. আলী (৪৭), মো. সিয়াব (১৯) এবং আশরাফুল জহির (২২)। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রবাহী বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২২৪টি চোরাইল মোবাইল উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে মোবাইল এনে দেশের বিভিন্ন এলাকায় মার্কেটে পাইকারি বিক্রি করত তারা। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল আলম জুয়েল জানান, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চোরাচালানি দলের সদস্য। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে এসব মোবাইল দেশের বিভিন্ন মার্কেটে পাইকারি বিক্রি করত। প্রথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এসব কথা স্বীকার করেছে তারা।