বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » দারিদ্র্য দূরীকরণে পুরোপুরি সাফল্য আসছে না: পরিকল্পনামন্ত্রী
দারিদ্র্য দূরীকরণে পুরোপুরি সাফল্য আসছে না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে এখন দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু গবেষণায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। বৈষম্য দারিদ্র্য নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু নানা কারণে
বুধবার (১৯ জানুয়ারি) সকালে ডেফোডিল ইউনিভার্সিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর মানব উন্নয়নে দর্শন ও আজকের বাংলাদেশঃ প্রেক্ষিত মুজিব বর্ষ’ বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
অনুষ্ঠানে সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে মানুষের ভাবনা কমে গেছে। ক্ষমতার ভাবনা বেড়ে গেছে। প্রয়োজনীয় মানবসম্পদ উন্নয়ন সেভাবে হয়নি। বড় বড় প্রকল্প হচ্ছে, জিডিপি বাড়ছে। কিন্তু মানুষের মধ্যে সহিষ্ণুতার মানদণ্ড বাড়েনি। মানুষকে মানুষ হিসেবে ভাবনার জায়গা বাড়েনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর পর আর কোনো নায়ক আসেনি। নায়ক হতে হলে মানুষের ভাবনা থাকতে হয়। বঙ্গবন্ধুর মানুষের কথা ভাবতেন, মানুষের জন্য রাজনীতি করতেন।
এ সময় ডেফডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুরখান বলেন, স্বাধীনতার পর থেকে নৈতিক অবক্ষয় বেড়ে গেছে। আমাদের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। ক্ষমতার অপব্যবহারের মানসিকতা পরিবর্তন করতে হবে।