মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » প্রকল্প তদারকিতে ডিসিদের প্রস্তাব নাকচ পরিকল্পনামন্ত্রীর
প্রকল্প তদারকিতে ডিসিদের প্রস্তাব নাকচ পরিকল্পনামন্ত্রীর
স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে তা নাকচ করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে এ কথা জানান মন্ত্রী। এম এ মান্নান বলেন, জেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে নজরদারির ক্ষমতা বাড়ানোর কথা বলেছেন জেলা প্রশাসকরা। কিন্তু আমরা তাতে সম্মতি দিইনি। তাদেরকে বিদ্যমান আইনে সে ক্ষমতা দেওয়া রয়েছে। তারা যেকোনো সময় যেকোনো প্রকল্পের খোঁজ খবর নিতে পারেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমিও ডিসি ছিলাম। আমি মনে করি কমিটি করার প্রয়োজন নেই। যথেষ্ট দায়িত্ব ও ক্ষমতা ডিসিদের হাতে আছে। এটাকে প্রয়োগ করা প্রয়োজন।
উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াতে প্রত্যেক বিভাগে বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কার্যালয় খোলা হবে বলেও জানান মন্ত্রী।
এম এ মান্নান বলেন, ‘সহায়তা’ শব্দটি ব্যবহারের ক্ষেত্রে ডিসিদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন সহযোগীরা যে সহায়তা করে, তা খুবই সামান্য। আমরা ঋণ নিই এবং সেগুলো পরিশোধ করি। তারা উন্নয়ন সহযোগী কিন্তু দাতা সংস্থা নয়।
ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ডিসিদের আরও দ্রুত সহায়তা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।