শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » বরিশালে থমথমে অবস্থা, গ্রেপ্তার আতঙ্কে আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীরা
বরিশালে থমথমে অবস্থা, গ্রেপ্তার আতঙ্কে আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীরা
থমথমে অবস্থা কাটছে বরিশাল নগরে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিজিবি নামানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অযথা কাউকেই হয়রানি করা হবে না। তবে গ্রেপ্তার আতঙ্কে আছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের তদন্তে আস্থা না থাকায় আবারও ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে আওয়ায়ামী লীগ।
গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দফা গুলিতে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও প্রশাসনিক কর্মকর্তাসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় দুই মামলায় মেয়র সাদিক আবদুল্লাহ সহ ৬০২ জনকে আসামী করে মামলা হয়। এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্র্রেফতার করেছে পুলিশ।
এখনও নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশী এবং হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে এ ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহকে সন্ত্রাসী উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবিতে সিভিল সার্ভিস এসোসিয়েশনের দেয়া বিবৃতি অনাকাংখিত বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।
তবে অহেতুক কাউকে হয়রানি করা হবে না জানিয়ে মামলা তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কর্মকর্তা।
এদিকে বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকায় এই মুহূর্তে বিজিবি নামানোর প্রয়োজন নেই বলে মনে করেন বিভাগীয় কমিশনার।
ঘটনার পর থেকে সদর উপজেলা পরিষদসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।