রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » গাঁজাসহ ভোটকেন্দ্র থেকে এজেন্ট আটক
গাঁজাসহ ভোটকেন্দ্র থেকে এজেন্ট আটক
নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। আটককৃত ফাহাদ বিন ইকবাল (১৮) সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে।
স্থানীয় সূত্র জানায়, আটককৃত যুবক নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সে ভোট কেন্দ্রের ভেতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটককৃত যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণের কার্যক্রম চলছে বিকেল ৫টা পর্যন্ত।
এ নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন। সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রশাসন।
ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব, পুলিশের ৪টি মোবাইল টিম, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন ওয়ার্ডে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।