শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
হবিগঞ্জে পাঁচ পীরের মাজারে যুবক খুনের মামলার প্রধান আসামি বিজয়কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৪ জানুয়ারি) ভোরে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এ আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি দল জেলার জকিগঞ্জ থানাধীন ইচালিয়া গ্রামের আলিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় আলিমের বাড়ি থেকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজাহার নামীয় আসামি বিজয় চৌধুরীকে (২২) গ্রেফতার করা হয়।
র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ-এর একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ আল-নোমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
বিজয় চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে। পরবর্তীতে গ্রেফাতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
গত বছরের ১৯ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের ৫ পীরের মাজারে পুরাতন একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিআরটিএ অফিসের ড্রাইভার আফজাল চৌধুরীকে হত্যা করা হয়।