শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেইমার নেই, বুড়ো আর তারুণ্যনির্ভর দল ঘোষণা ব্রাজিলের
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেইমার নেই, বুড়ো আর তারুণ্যনির্ভর দল ঘোষণা ব্রাজিলের
৪১২ বার পঠিত
শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেইমার নেই, বুড়ো আর তারুণ্যনির্ভর দল ঘোষণা ব্রাজিলের

---

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। এ ছাড়া দ্বিতীয় দল হিসেবে কাতারের টিকিট পেয়ে গেছে মেসির আর্জেন্টিনাও। তবে এখনো বেশ কয়েকটি বাছাইয়ের ম্যাচ রয়েছে দুই দলেরই।

প্রায় দুই মাসের বিরতি শেষে আবারও শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই। দুটি ম্যাচ সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে সেখানে নাম নেই নেইমারের! জানা গেছে, চোটের কারণেই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। এ ছাড়া গেল বছরের নভেম্বর থেকে মাঠের বাইরেই রয়েছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের।

আগামী ২৮ জানুয়ারি ইকুয়েডরের আতিথ্য নেবে তিতের শিষ্যরা। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লাতিন অঞ্চলের মোড়লরা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এদিকে নেইমার বাদ পড়লেও স্কোয়াডে ফিরেছেন কদিন আগে দ্বিতীয়বারের মতো বার্সেলোনায় পাড়ি জমানো‘বুড়ো’ দানি আলভেস। যদিও আগের ম্যাচগুলোতে তাকে রাখা হয়নি।

এছাড়া ২৬ সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো।

ভিনিসিয়াস এবং রদ্রিগোর বিষয়ে ব্রাজিল কোচ তিতে বলেন, দলের তরুণ ফুটবলারদের নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। তাদের কাছ থেকে অতিরঞ্জিত প্রত্যাশা রাখা ঠিক হবে না। ভিনিসিয়াস এরই মধ্যে রিয়ালের হয়ে তিন মৌসুম খেলে ফেলেছে। এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে দারুণ ছন্দে ছিল সে। আর তাই তাকে নিয়ে আরও সতর্ক কোচ।

এ ছাড়া বার্সেলোনা থেকে ছয় মাসের ধারে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া ফিলিপে কৌতিনহোকেও সুযোগ দেওয়া হয়েছে। তার প্রসঙ্গে তিতে বলেন, ব্রাজিলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ সে। জাতীয় দলে তাকে দরকার।

এছাড়া লিভারপুল মিডফিল্ডার ফাবিনহো এবং লিঁও মিডফিল্ডার লুকাস পাকেতাকেও ২৬ সদস্যের স্কোয়াডে নেওয়া হয়েছে।

এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ঘোষণা করেছে যে, ইউরোপীয় ক্লাবগুলোতে থাকা ফুটবলাররা যেন মাদ্রিদ হয়ে একই ফ্লাইটে দেশে আসেন।

ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড
অ্যালিসন, এডারসন, ওয়েভারটন, এমারসন রয়েল, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স টেলেস, মার্কোইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, থিয়াগো সিলভা, ফাবিনহো, ফ্রেড, গারসন, ব্রুনো, ফিলিপে কৌতিনহো, লুকাস পাকেতা, রাফিনহা, অ্যান্টোনি, রদ্রিগো, এভার রিভারো, গ্যাব্রিয়েল জেসুস, গাবি, ম্যাথুস চুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।



আর্কাইভ