শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বকাপের আগ মুহূর্তে যুবাদের বিশাল জয়
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বকাপের আগ মুহূর্তে যুবাদের বিশাল জয়
১৬৯ বার পঠিত
বুধবার, ১২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপের আগ মুহূর্তে যুবাদের বিশাল জয়

---

আগামী ১৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টসে জিতে আগে ব্যাটিং করে ২৭৭ রান করে টাইগার যুবারা। আইচ মোল্লা সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন। ৮২ বলে তার খেলা এই ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কার মার ছিল। আরিফুল ইসলাম ৩টি চার ও ১ ছক্কায় করেন ৪০ রান। ২৬ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন রিপন মণ্ডল। ৩৬ রান আসে অধিনায়ক রাকিবুল হাসানের ব্যাট থেকে।

২৭৮ রানের টার্গেটে জিম্বাবুয়ে ব্যাট করতে নামার পর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টি থামার পর ৩৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের যুবারা জয় পায় ১৫৫ রানে।

বাংলাদেশের পক্ষে নাইমুর রহমান ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। ১টি করে উইকেট নেন রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিব ও মুসফিক হাসান।



আর্কাইভ