সোমবার, ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » উখিয়ায় ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
উখিয়ায় ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (১০ জানুয়ারি) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ব্রিজ এলাকায় এ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, রোববার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. ছৈয়দুল আমিন (২৩) উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭৪ ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে।
লে. কর্নেল খাইরুল বলেন, রোববার মধ্যরাতে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে র্যাবের একটি উখিয়া উপজেলার বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে ওই এলাকায় (বালুখালী ব্রিজ) মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক কয়েকজন লোককে দেখতে পেয়ে র্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই লোকজন দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
র্যাব সদস্যরা ধাওয়া দিলে ৫-৬ জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি বস্তার ভেতর থেকে পাওয়া যায় ৫ লাখ ইয়াবা।
আরও পড়ুন: কাঠুরিয়া সেজে অস্ত্র-গোলাবারুদ পাচার, ৪ রোহিঙ্গা আটক
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান খাইরুল ইসলাম।