সোমবার, ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাড়ছে শীতের তীব্রতা, জনজীবন বিপর্যস্ত
বাড়ছে শীতের তীব্রতা, জনজীবন বিপর্যস্ত
তাপমাত্রা কমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের
পৌষের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও অনেক সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকে রাস্তাঘাট। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।
শীতের তীব্রতা বাড়ায় চরম বিপাকে ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। গরম কাপড়সহ আর্থিক সহায়তা চেয়েছেন ছিন্নমূল মানুষ।
রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া অন্যান্য জায়গায় কিছুটা বাড়তে পারে। পাশাপাশি উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর অন্য জায়াগায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।