রবিবার, ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রাঙ্গামাটিতে টেলিযোগাযোগ সেবা প্রদান বিষয়ে মতবিনিময় সভা
রাঙ্গামাটিতে টেলিযোগাযোগ সেবা প্রদান বিষয়ে মতবিনিময় সভা
টেলিযোগাযোগ সেবার মানের অভিজ্ঞতা অর্জন, বিটিসিএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদান বিষয়ে রাঙ্গামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর ভাইস- চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো. হারুনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডা.বিপাশ খীসা, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমূখ।
সভায় পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার মান বাড়াতে আলোচনা করা হয়।
মতবিনিময় সভার শুরুতে টেলিযোগাযোগ সেবার মানের অভিজ্ঞতা অর্জন, বিটিসিএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদান বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।