শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেল বায়ার্ন
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেল বায়ার্ন
৪১৮ বার পঠিত
শনিবার, ৮ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেল বায়ার্ন

---

আরো এক সপ্তাহ আগেই ২০২২ সাল শুরু হয়ে গেছে। তবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের নতুন বছরের মিশন শুরু হয়েছে গতরাতে। তবে সেটা সুখের হয়নি তাদের। হার দিয়েই বছর শুরু করেছেন মুলার-লেভানদোস্কিরা।

জার্মান বুন্দেসলিগায় শুক্রবার দিবাগত রাতে নিজেদের মাটিতে বায়ার্ন খেলতে নেমেছিল দুর্বল প্রতিপক্ষ বুরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে। আর এই ম্যাচে ২-১ গোলে হেরে যায় বায়ার্ন।

ম্যাচের শুরুটা অবশ্য বায়ার্নেরই ছিল। ১৮তম মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লেভানদোস্কি। কিন্তু ২৭তম মিনিটে ফ্লোরিয়ান নেহুয়াস গোল করে সমতায় ফেরান ম্যাচে। চার মিনিট পরই লাইনারের গোলে এগিয়ে যায় বরুশিয়া মুনশেনগ্লাডবাখের।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও আর কোনো গোল হয়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। হারের পরও লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৩। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। জয়ের পরেও ১১তম স্থানে রয়েছে বরুশিয়া মুনশেনগ্লাডবাখ।



আর্কাইভ