শনিবার, ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » করোনার ভয়াবহ পরিস্থিতি: যুক্তরাজ্যের হাসপাতালে সেনা মোতায়েন
করোনার ভয়াবহ পরিস্থিতি: যুক্তরাজ্যের হাসপাতালে সেনা মোতায়েন
ওমিক্রনের দাপটে বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারন করেছে করোনা পরিস্থিতি। যুক্তরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় রোগীর বাড়তি চাপ এবং কর্মী সংকট সামালাতে হাসপাতালগুলোতে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে, ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে উল্লেখ করার বিরুদ্ধে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বে নতুন কোরে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে একদিনে ১ লাখ ৮০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালগুলোতেও পাল্লা দিয়ে বাড়ছে রোগির সংখ্যা। সেই সঙ্গে দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট। পরিস্থিতি সামাল দিতে আগামী তিন সপ্তাহের জন্য লন্ডনে ন্যাশনাল হেলথ সার্ভিসকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর ২শ’ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ২৪ ঘণ্টা কাজ করে যাওয়া এনএইচএস কর্মীদেরকে সহায়তা করতে সেনাসদস্য নামানো হয়েছে। এছাড়া করোনা পরীক্ষা ও ভ্যাকসিন কার্যক্রমেও সেনাবাহিনী সাহায্য করছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ। দেশটিতে একদিনে সাড়ে ৭ লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটির ডেলাওয়ের, ইলিনয়, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া ও ওয়াশিংটনে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে সংক্রমণ বাড়লেও করোনা পরিস্থিতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার, হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, করোনা চিরদিনের জন্য থাকবেনা, এমনকি দ্রুত পরিস্থিতি পরিবর্তন হবে।
ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে সাত মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণের সংখ্যা লাখ ছাড়ালো। এর আগে ২০২১ সালের ৬ জুন ভারতে একদিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে ওমিক্রনকে মৃদু বলতে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটির প্রধান বলেন, বিশ্বজুড়ে ওমিক্রনে মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্তদের মৃদু উপসর্গ দেখা দিলেও রেকর্ড সংখ্যক মানুষ ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থায় চাপ বাড়ছে বলেও জানান তিনি। করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরন ওমিক্রনের দাপটের মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে।