শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » অনুরোধে আর কাজ করব না: চম্পা
অনুরোধে আর কাজ করব না: চম্পা
ঢাকাই চলচ্চিত্রের তিনকন্যা খ্যাত সুচন্দা, ববিতা ও চম্পা। এই তিন বোনের ছোটজন হলেন গুলশান আরা চম্পা। চলচ্চিত্রে অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছেন ভক্তের। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া গুণী অভিনেত্রীর জন্মদিন ছিল বুধবার (৫ জানুয়ারি)। তার সাথে কথা বলেছে সময় নিউজ। দীর্ঘ
সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য ।
জন্মদিন কেমন কাটালেন
জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া। আনন্দ অনুভব যতটুকু থাকা দরকার ততটুকু আগের মত ছিলোনা। কেননা চারপাশের করোনা পরিস্থিতির জন্য। কাছের মানুষরা অসুস্থ হয়ে পড়ছে সে জন্য মন খারাপ লাগে। দুঃশ্চিন্তায় থাকছি প্রত্যেকটা সময়। তারপরেও, বিকেলের দিকে আমার বন্ধুরা জোর করে কেক কাটিয়েছে। ওদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দিলাম। প্রচুর উপহার ও ফুল পেলাম। আমার মেয়ে ও নাতীরা দুবাই গিয়েছে। যাওয়ার আগে আমার আগাম জন্মদিন উদযাপন করে গিয়েছে। এবার অনেক গুলো কেক কেটেছি। আমার মনে হচ্ছে সামনে আরও অনেক কেকে কাটতে হবে। কেননা আমার বোন ববিতা আপা দেশে ছিলেন না উনি এসে আমার জন্য কেক কাটবেন। এছাড়াও অনেকটা সময় বাগানে কাটিয়েছি।
আপনার পাওয়া সেরা উপহার
আমি আমার এই জীবনে অনেক উপহার পেয়েছি। কেন জানি সবাই আমাকে উপহার দেয়। তবে এবার আমার জন্মদিনে আমার দুই নাতী তাদের হাতে কার্ড লিখে আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। এটা আমার পাওয়া সেরা উপহারের মধ্যে অন্যতম।
অবসর কীভাবে কাটান
করোনার কারণে জীবন থেমে গিয়েছিলো সবার। তখন শুধু অবসর আর অবসর কাটিয়েছি। তারপরেও জীবন থেমে থাকে না। সে তার গতিতে এগিয়ে যায়। আমি মনে করি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে মনটাকে ভালো রাখতে হবে। মনের সঙ্গে শরীরের ও এক সম্পর্ক রয়েছে। আমি অবসরের অনেকটা সময় বাগানে থেকেই কাটায়। আমি এবং আমার পরিবারের বাকিরা গাছ অনেক পছন্দ করে। আমি বাগানে গাছের সঙ্গে সময় কাটিয়ে যে আনন্দ পায় সে আনন্দ পৃথিবীর অন্য কোথাও পাই না।
নতুন বছরে প্রত্যশা
নতুন বছরের জন্য আমি একটি নতুন কথা বলতে চাই এটা হলো, নতুন সিদ্বান্ত নিয়েছি এই বছরে সেটি হলো অনেকের অনুরোধে অনেক কাজ করেছি। এখন আর সেটা করব না। বয়স থেমে নেই। এখন আমি আমার উপযুক্ত চরিত্র না আসলে আমি আর কাজ করবনা। তাতে যদি আমার কাছে কোন কাজ না আসে না আসেব। কিন্তু আমি আমাকে তিলে তিলে তৈরী করে আজকের অভিনেত্রী চম্পা হয়েছি। অনেক গুণী শল্পীদের সঙ্গে কাজ করেছি। অনেক বড় ব্যানারে সিনেমা করেছি। আমি বলব না আজ আমি পরিপূর্ণ তবে কিছুটা হলেও নিজেকে তৈরী করেছি আমি। কিছু কাজ করেছি যেগুলো করার পর মন হচ্ছে আমি আমার দর্শকদের কষ্ট দিচ্ছি এসব কাজ দিয়ে। এখন ভেবেছি আমাকে ঘিরে যে সিনেমা হবে আমার বয়স অনুযায়ী ভারী চরিত্র ছাড়া আমি আর কাজ করব না। এমন কাজ করব না যেটা করার পর আমাকে হেয় হতে হয়।
চলচ্চিত্র সমিতির নির্বাচন নিয়ে আপনার ভাবনা জানতে চাই
ভাবনা হলো ভালো কেউ আসুক। আমাদের শিল্পীদের যে সব সমস্যা আছে সেসব সমস্যা সমাধান করতে পারবে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন কেউ আসুক। করোনা না থাকলে হয়তো আমি নির্বাচনে প্রচারনায় থাকার চিন্তা করতাম।কাগজে কলমে না থাকলেও যিনি আমাদের ইন্ড্রাস্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তার সঙ্গে আমি অবশ্যই থাকবো।
হাতে কোন কাজ
করোনার মধ্যে অনেকগুলো সিনেমার অফার পেয়েও আমি করিনি। ওমিক্রন এর ঝড় কখন কীভাবে হানা দেয় এজন্য আতংকিত আছি। এসব ঝড় কমলে আমি আবার পুরোপুরি কাজে নেমে যাব।
ভক্তদের জন্য কিছু বলবেন?
আমাকে যারা শুভেচ্ছে জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই সময় নিউজের মাধ্যমে। ভক্তদের ভালোবাসায় আমাকে কাজে অনুপ্রাণিত করে। সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।