শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
১৭৪ বার পঠিত
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

---

দুইদিন আগে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে তার ভাবনায় নেই দেশসেরা ওপেনার তামিম ইকবালের নাম। এবার নিজেই আসরটি থেকে সরে দাড়ালেন তামিম। মূলত টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরে বাইরে থাকাসহ ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য সব দিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে তিনি জানিয়েছেন, শুধুই বিশ্বকাপ থেকে সরে দাড়িয়েছেন, অবসর নিচ্ছেন না।

আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেন তামিম। এর আগে নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন তামিম।

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়া তামিম অবশ্য ভুগছিলেন হাঁটুর চোটে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোট তাকে মাঠের বাইরে রাখছে। বর্তমানে তার পুনবার্সন চলছে।

ভিডিও বার্তায় ছোট্ট ঘোষণা আছে জানিয়ে তামিম বলেন, ‘আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন (নাজমুল হাসান) ভাই ও প্রধান নির্বাচক নান্নু (মিনহাজুল আবেদীন) ভাইকে ফোন করেছিলাম। আমি তাদের কিছু জিনিস শেয়ার করেছি। সেটি এখন আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাঁদের (পাপন ও নান্নু) বলেছি, আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা উচিত। আমি বিশ্বকাপের দলে থাকব না।’

তবে কেন বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে চান তামিম, সে ব্যাপারেও ব্যাখা রেখেছেন তিনি। ‘দুই তিনটি কারণ আছে। আমার মনে হয় গেম টাইম অন্যতম প্রধান কারণ। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই সংস্করণে। তবে চোট মনে হয় না অতবড় সমস্যা, মনে হয় বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’

তামিম বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এর মাঝে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং চলমান নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগার স্কোয়াডে নেই তিনি। তার অনুপস্থিতে ওপেনিংয়ে লিটন কুমার দাশ, সৌম্য সরকার ও মোহাম্মদ নাইমকে দেখা গিয়েছিল। তামিমের তাদের প্রতি ফেয়ারের কথা চিন্তা করেই সরে দাড়িয়েছেন বিশ্বকাপ দল থেকে।

‘যে প্রধান জিনিসটা আমাকে সিদ্ধান্ত নিতে কাজ করেছে সেটি হলো, আমি গত ১৫-১৬টা টি-টোয়ৈন্ট খেলিনি। আমার জায়গায় যারা খেলেছিল তাদের প্রতি ন্যায় হবে না, আমার হঠাৎ করে এসে তাদের জায়গা নেওয়াটা। হয়তো আমি বিশ্বকাপের দলে থাকতাম। কিন্তু আমার মনে কাছে মনে হয় না এটা ফেয়ার হতো।’

তবে দেশসেরা এই ওপেনার ভিডিওতে নিজের অবস্থান পরিস্কার করেছেন। তিনি বলেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটিতেই অটল থাকব। এখানে নতুন করে বলার কিছু নেই। সব কারণ বলে দিয়েছি। এখানে কোনো বিতর্ক নেই। বিতর্ক হওয়ার কিছু নেই।’



আর্কাইভ