বুধবার, ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক
‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক
ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং এবং কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ প্রকল্প ও উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে করোনার প্রভাব বৃদ্ধি পেলে কর্মহীনদের মাঝে মানবিক সাহায্য সহযোগিতা প্রদানের নিমিত্ত মানবিক সহায়তা কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে কাজের গুনগতমান ও যথাসময়ে প্রকল্পের কাজ সমাপ্তের লক্ষ্যে টেন্ডারপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত টেন্ডার যাতে হাত বদল না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
গত ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ জাতিসংঘ কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে জাতিসংঘ জনসেবা পদক- ২০২১ প্রদান করায় মাননীয় প্রধানমত্রী, মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এবং কর্মকর্তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া,বৈঠকে মুজিব কিল্লা নির্মাণ প্রকল্পের স্থাপনা ব্যবহার নীতিমালা নির্ধারণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।