বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ইতিবাচক ধারার সংবাদে পাঠকের আগ্রহ আছে - আইজিপি
ইতিবাচক ধারার সংবাদে পাঠকের আগ্রহ আছে - আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, অনেকে বলেন, ইতিবাচক সংবাদ কোনো সংবাদ নয়; বরং নেতিবাচক সংবাদের কদর বেশি। এটা কিন্তু ঠিক নয়। ইতিবাচক ধারার সংবাদ পরিবেশন করলে পাঠক তা গ্রহণ করবে।
বুধবার দুপুরে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত বাংলাদেশ পুলিশের নিউজ পোর্টাল ‘পুলিশ নিউজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনতার সাথে প্রগতির পথে স্লোগান নিয়ে চালু হয়েছে পুলিশ নিউজ পোর্টাল।
তিনি বলেন, আমরা প্রথমে পুলিশ নিউজ পোর্টাল বাংলায় করেছি। পরে ইংরেজিতেও একটা পোর্টাল করবো। ড. বেনজীর আহমেদ বলেন, আমরা অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। আমি যখন ডিএমপি কমিশনারের দায়িত্ব নিই, তখন একটি মিডিয়া সেন্টার তৈরি করেছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মিডিয়ার সঙ্গে সম্পর্ক হওয়ার দরকার প্রাতিষ্ঠানিকভাবে। তখন আমি একটি ডিএমপির নিউজ পোর্টাল করি। ওই মিডিয়া সেন্টারে বসার লাউঞ্জ তৈরি করি, কম্পিউটার এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা করি। যেটা এখনও চলমান রয়েছে।
আইজিপি বলেন, আমি যখন র্যাবের ডিজি হই, তখন কারওয়ানবাজারে মিডিয়া পাড়ার মধ্যখানে একটি মিডিয়া সেন্টার তৈরি করি। যাতে সব সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেন। এ ধরনের উদ্যোগ নেওয়া যায় আমরা করিয়ে দেখিয়েছি।
পুলিশপ্রধান বলেন, ডিএমপি নিউজের অফিসিয়ালি বয়স নয় বছর। সাড়ে চার লাখ মানুষ ভিজিট করে থাকে। ৪৮ কোটি মানুষ এটাকে দেখেছে। যে চিন্তা নিয়ে করা হয়েছিল তাতে আমরা সফল হয়েছি।
আইজিপি বলেন, আমরা পুলিশ পয়েন্ট অফ ভিউ পাশাপাশি পজেটিভ বাংলাদেশ আমাদের অন্যতম লক্ষ্য হবে। ২০ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আমাদের অনেক অর্জন রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ডিআইজি (মিডিয়া) হায়দার আলী খান সূচনা বক্তব্যে বলেন, পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকরা যাতে সহজে তথ্য পেতে পারেন তাই পুলিশ নিউজ পোর্টাল করা হয়েছে। জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়ার জন্য এমন একটি নিউজ পোর্টালের বিকল্প নেই।