মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » অ্যাম্বুলেন্সে মিলেছে ফেন্সিডিলের চালান
অ্যাম্বুলেন্সে মিলেছে ফেন্সিডিলের চালান
লালমনিরহাটের আদিতমারীতে অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়া (৩৫) নামের দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইযুব আলীর বাসাসংলগ্ন বড়াবাড়ি এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক অ্যাম্বুলেন্সের চালক আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। আর মাদক ব্যবসায়ী লিটন একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
লিটনের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে বলে জানায় উদ্ধারকারী অফিসার আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
উদ্ধারকারী অফিসার এসআই জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ভেলাবাড়ি থেকে অ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা করে। পুলিশ অ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক রুট পরিবর্তনের চেষ্টা চালায়। পরে পুলিশ আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাসা সংলগ্ন বড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। এ সময় অ্যাম্বুলেন্স তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় অ্যাম্বুলেন্স চালক ও মাদক ব্যবসায়ীকে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, আটক দু’জনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে।