রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » বহু লাশ আমার জীবনে দেখেছি ॥ নির্বাচনকে ঘিরে আমি আর কোন লাশ দেখতে চাইনা – রফিকুল ইসলাম
বহু লাশ আমার জীবনে দেখেছি ॥ নির্বাচনকে ঘিরে আমি আর কোন লাশ দেখতে চাইনা – রফিকুল ইসলাম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জানুয়ারী) সকাল ১১টায় ক্রিস্টাল প্যালেস কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমি নারায়ণগঞ্জে এসেছি। আমার জীবনে আমি বহু লাশ দেখেছি কিন্তু নির্বাচনকে ঘিরে আমি আর কোন লাশ দেখতে চাইনা। আপনাদের সকল অভিযোগ আমি শুনেছি এবং সে অনুযায়ী আমি সকল নির্দেশনা দিয়ে যাবো। কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে সে যেই হোকনা কেনো তাকে ছাড় দেওয়া হবেনা। নির্বাচনকে ঘিরে পুলিশ. র্যাব সহ সকল নিরাপত্তা বাহিনী থাকবে। যদি প্রয়োজন হয় তাহলে আরো বেশী নিরাপত্তা ব্যবস্থা প্রদান করবো। তবুও নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো।
তিনি আরো বলেন, ২০২২ সালে সারা বাংলাদেশে কোথাও নির্বাচন নেই। সারা দেশের মানুষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আপনারা শুধু নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না। আমি জেলা প্রশাসনের কাছে আহ্বান করবো, যদি কেউ নির্ধারিত সময়ের পূর্বে মাইকিং শুরু করে তাহলে তার সেই গাড়িটি জব্দ করুন প্রয়োজনে তাকে হাজতে দিন। কোন প্রকার বিশৃঙ্খলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বরদাশত করা হবেনা। এজন্য আপনাদের সকলের সহযোগীতা আমার প্রয়োজন।
সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তারের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান।