শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শনিবার, ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ চোরাকারবারি আটক
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ চোরাকারবারি আটক
৪৪৫ বার পঠিত
শনিবার, ১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৫ পিস স্বর্ণের নেকলেসসহ চোরাকারবারি আটক

---

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ হুমায়ূন কবীর (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ৩৩ বিজিবির সদর দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক হুমায়ূন কবীর কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে কাকডাঙ্গা সীমান্তের বটতলা এলাকায় অভিযানকালে ভারত থেকে বাংলাদেশে মোটরসাইকেলযোগে পাচারকালে চোরাকারবারি হুমায়ুন কবীরকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২৫ পিস স্বর্ণের নেকলেস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩.৬৫ গ্রাম। যার বাজার মূল্য ২২ লাখ ৮২ হাজার ১২৫ টাকা। জব্দকৃত মোটর সাইকেলের মূল্য দুই লাখ টাকা।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক চোরাকারবারিকে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।



আর্কাইভ