বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির ১৭তম সভা অনুষ্ঠিত
‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির ১৭তম সভা অনুষ্ঠিত
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২১: ইউএনএফপিএ (UNFPA)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি (Strengthening Parliament’s Capacity in Population and Development Issues) প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির ১৭তম সভা সাব-কমিটির আহবায়ক ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম,ফিরোজ এমপি-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সাব-কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ এমপি, মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, আ ফ ম রুহুল হক এমপি, মোঃ হাবিবে মিল্লাত এমপি এবং মোছাঃ শামীমা আক্তার খানম এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্য, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
বৈঠকে ইউএনএফপিএ’র ১০ম কান্ট্রি প্রোগ্রামের আওতায় কিশোরী স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ করে মাতৃমৃত্যুর ঝুঁকি হ্রাস ও ভবিষ্যতৎ করনীয় এবং এসপিসিপিডি প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত খসড়া পলিসি পেপার বিষয়ে আলোচনা করা হয়।
কমিটি সবার জন্য প্রাথমিক ও জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে কমিটির সদস্যদের বক্তব্য বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।