বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » করোনায় আবারও টালমাটাল স্পেন
করোনায় আবারও টালমাটাল স্পেন
করোনাভাইরাসে আবারও টালমাটাল ইউরোপের দেশ স্পেন।
দেশটিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কঠোর লকডাউনের আশঙ্কা করা হচ্ছে।
তবে এরইমধ্যে চলমান বিধিনিষেধের কারণে ব্যবসা বানিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরাও।
চিরাচরিত নিয়মে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো জাঁকজমকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল স্পেন। সাজসজ্জা ও আনন্দ উদ্দীপনায় কোনো কমতি ছিল না। তবে করোনার দাপটে পালটে যাচ্ছে সব চিত্র।
প্রতিদিন আশঙ্কাজনকহারে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় নতুন বছরের শুরুতে কঠোর লকডাউনের শঙ্কায় আছেন স্থানীয় ও প্রবাসীরা।
বছরের শেষ প্রান্তিকে প্রবাসী বাংলদেশি ব্যবসায়ীরা আশায় বুক বেধে থাকেন জমজমাট ব্যবসার। করোনার ধকল কাটিয়ে শেষ কয়েক মাস ব্যবসার চাকা ঘুরতে শুরু করলেও ফের তা বন্ধের উপক্রম হয়েছে। করোনা মহামারির কারণে বিশেষ করে ওমিক্রন দাপটে ফের বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যার প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে।
তবে বরাবরের মতো টিকাদানের মাধ্যমে ফের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার আশা করছে স্পেন সরকার।