শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সুদানে স্বর্ণ খনি ধসে ৩১ জন নিহত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সুদানে স্বর্ণ খনি ধসে ৩১ জন নিহত
৫৪৩ বার পঠিত
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদানে স্বর্ণ খনি ধসে ৩১ জন নিহত

---

সুদানে মঙ্গলবার অপরিণত একটি স্বর্ণ খনি ধসে পড়ায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং আট জন নিখোঁজ রয়েছেন। একজন সরকারি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
সুদানের পশ্চিম কর্দোফানে অবস্থিত রাষ্ট্র পরিচালিত খনিজ সম্পদ কোম্পানির প্রধান খালেদ ধাহওয়া বলেন, খার্তুমের প্রায় ৫শ’ কিলোমিটার পশ্চিমের শহর নুহুদের কাছের স্বর্ণ খনিতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি এএফপি’কে বলেন, সেখানে ‘খনি ধসে পড়ার কারণে ৩১ জন সাধারণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।’ এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আটজন এখনো নিখোঁজ রয়েছেন।
কোম্পানির আরেক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে একই খনিতে দুর্ঘটনায় চারজন প্রাণ হারান।
তিনি বলেন, ‘ওই সময় কর্তৃপক্ষ খনিটি বন্ধ করে দেয় এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। তবে দু’মাস আগে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে চলে যায়।’



আর্কাইভ