রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮ তম বৈঠক অনুষ্ঠিত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮ তম বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২১: একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮ তম বৈঠক কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। আরও স্মরণ করা হয় ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ নির্যাতিতা মা বোনসহ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত যারা শহীদ হয়েছেন সকল শহীদদের।
বৈঠকে ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি মহিলা বিষয়ক অধিদপ্তরের অপরাজিতা নামক কর্মসূচির মধ্যে কী কার্যক্রম ছিল ও কতটুকু বাস্তবায়ন হয়েছে তা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্য তথ্যআপা প্রকল্পের প্রচার-প্রচারনার সুপারিশ করা হয়।
কমিটি জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পটি ফলপ্রসূ, সময় উপযোগী এবং মাঠ পর্যায়ে ব্যাপক চাহিদার কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাওয়ায় প্রকল্পটি নিয়ে নতুন পরিকল্পনা প্রনয়ণের সুপারিশ করে।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।