রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২১: একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি-র নেতৃত্বে কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, মোছাঃ খালেদা খানম এমপি, নার্গিস রহমান এমপি এবং স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি মহেশাখালীস্থ ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিকেল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়নের অন্যতম দৃষ্টান্ত মাতাড়বাড়ি ১২০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিকেল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। দেশে আজ শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক প্রচেষ্টায়। এসময় চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময়, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রকল্প পরিচালক, প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।