রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন
শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু রোববার (২৬ ডিসেম্বর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ দূর করতে বিশেষ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি আফ্রিকানদের কাছে শোকের একটি অধ্যায়। দেশবাসী চিরকাল তার আত্মত্যাগের কথা মনে রাখবে।
দক্ষিণ আফ্রিকাকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেলসন ম্যান্ডেলার পর বিশ্বে সব থেকে বেশি আলোচিত নাম ডেসমন্ড টুটু।
বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ম্যান্ডেলার সঙ্গে একত্রিত হয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে তোলেন। সেই থেকেই জন্ম নেয় স্বাধীন দক্ষিণ আফ্রিকা।
স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।