রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » বঙ্গবন্ধুর দর্শনই ছিল জনগণের কল্যাণ সাধন করা: সেনাবাহিনী প্রধান
বঙ্গবন্ধুর দর্শনই ছিল জনগণের কল্যাণ সাধন করা: সেনাবাহিনী প্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে যখনই সুযোগ আসে তখনই সেনাবাহিনী জনগণের জন্য কাজ করে থাকে। বঙ্গবন্ধুর দর্শনই ছিল জনগণের কল্যাণ সাধন করা। প্রধানমন্ত্রীও জনগণের কাজ করতে আমাদের উৎসাহ দিয়ে থাকে। আমাদের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকে।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং কক্সবাজারের রামুতে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান পর্যটন নগরী কক্সবাজারস্থ রামু রাবার বাগান এলাকায় ১০০০ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন।
তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। রামু অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ছাড়াও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।