রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » কাতারে মানবতার সেবায় বড় ভূমিকা রাখছেন বাংলাদেশিরা
কাতারে মানবতার সেবায় বড় ভূমিকা রাখছেন বাংলাদেশিরা
কাতারে গড়ে ওঠা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও আঞ্চলিক সংগঠনগুলো মানবতার সেবায় বড় ভূমিকা রাখছে।
প্রবাসীদের বিপদের দিনে পাশে থাকার পাশাপাশি দেশের জেলা, উপজেলার আর্থ সামাজিক উন্নয়ন ও দুস্থ মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে এই সংগঠনগুলো।
কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে অধিকাংশই নিজ পরিবার পরিজন ছাড়াও দেশের উন্নয়ন, মানবতার সেবা এবং সমাজের বিভিন্ন উন্নয়ন নিয়ে কাজ করেন।
প্রবাসের মাটিতে গড়ে ওঠা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, আঞ্চলিক সংগঠন ও সমিতিগুলো মানবতার সেবায় বড় অবদান রাখছে। প্রবাসে সমিতি গঠন করে দেশে দুস্থ মানুষদের সাহায্যের পাশাপাশি বিদেশেও একে অন্যের বিপদের দিনে পাশে দাঁড়াচ্ছেন তারা।
এরমধ্যেই কাতারে বসবাসরত চট্টগ্রামের সীতাকুন্ডের পাঁচ হাজার প্রবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সেতুবন্ধন তৈরির লক্ষ্যে যাত্রা শুরু হলো সীতাকুন্ড সমিতি কাতারের কার্যক্রম।