শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সাফল্যের পুরষ্কার পেলেন নারী ক্রিকেটাররা
সাফল্যের পুরষ্কার পেলেন নারী ক্রিকেটাররা
প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। তার কয়েক মাস আগেই পেয়েছেন টেস্ট স্ট্যাটাস। এবার হাতেনাতে এসব সাফল্যের পুরষ্কার পেলেন জাহানারা-নাহিদারা। আগামী বছরে ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ছে প্রমীলা ক্রিকেটারদের পারিশ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি জানান, প্রচলিত হারের চেয়ে এবার বেশি বাড়ানো হচ্ছে নারী ক্রিকেটারদের বেতন। শুক্রবার (২৪ ডিসেম্বর) পারিশ্রমিক বাড়ানোর বিষয়টি বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
পাপন বলেন, ‘নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের বেতন হবে ৪৮ হাজার টাকা। এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৬ হাজার ও ২৫ হাজার টাকা।’
বর্তমান চুক্তিতে চার ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার বোর্ড থেকে কেন্দ্রীয় চুক্তির আওতায় পারিশ্রমিক পাচ্ছেন। ইতিপূর্বে ১৯ জন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকার সুযোগ পেতেন।