শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » দগ্ধ লঞ্চযাত্রীদের সুচিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার: নৌপ্রতিমন্ত্রী
দগ্ধ লঞ্চযাত্রীদের সুচিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার: নৌপ্রতিমন্ত্রী
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ যাত্রীদের সুচিকিৎসার সব বন্দোবস্ত সরকার করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) গিয়ে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আহতদের সুচিকিৎসার সব ধরনের বন্দোবস্ত করবে সরকার। কেন এমন ঘটনা ঘটেছে সেটা তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় এখনও যারা নিখোঁজ রয়েছেন, তাদের অনুসন্ধান চলবে।’
মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ৭৫ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তিন তলা বিশিষ্ট লঞ্চটি পাঁচ শতাধিক যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে যায়। রাত তিনটার দিকে ঝালকাঠির গাবখানের কাছাকাছি সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন ধরে যায়। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় নদীর তীরে লঞ্চটি ভেড়ানো হয়।
আগুন লাগার পরই প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন যাত্রীদের অনেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রলার নিয়ে লঞ্চের আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানোর পর এখন পর্যন্ত ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।