শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ ঘণ্টা পানিতে মন্ত্রী, অতঃপর যা ঘটল
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ ঘণ্টা পানিতে মন্ত্রী, অতঃপর যা ঘটল
১৭৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ ঘণ্টা পানিতে মন্ত্রী, অতঃপর যা ঘটল

---

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের পুলিশমন্ত্রী সার্জ গেল অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। হেলিকপ্টার ভেঙে পড়ার পরে টানা ১২ ঘণ্টা সাঁতরে প্রাণে বাঁচেন তিনি।

জানা যায়, ৫৭ বছরের পুলিশমন্ত্রী সার্জ গেল গত সোমবার (২০ ডিসেম্বর) যে হেলিকপ্টারে সফর করছিলেন সেটি মাদাগাস্কারের উত্তর পূর্ব উপকূলীয় অংশে আছড়ে পড়ে। ঘটনার ফলে প্রাণ হারিয়েছেন কম পক্ষে ৩৯ জন। গেল-সহ আর একজন কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন। কপ্টার ভেঙে পড়ার ঠিক আগেই ঝাঁপ দিয়েছিলেন তিনি।

তারপর ভেঙে পড়া হেলিকপ্টারের একটি আসন আঁকড়ে ধরে সাঁতার কাটতে শুরু করেন। ওই আসনই তাঁকে ভেসে থাকতে সাহায্য করেছে। শেষ পর্যন্ত ১২ ঘণ্টা পরে , অর্থাৎ মঙ্গলবার মাহামবো শহরের কাছে পাড়ে এসে ওঠেন গেল। তার খানিক পরেই অবশ্য এসে পৌঁছন অপর জন।

হেলিকপ্টার ভেঙে পড়ার পরে টানা ১২ ঘণ্টা সাঁতরে পাড়ে উঠে বিধ্বস্ত অবস্থাতেও তিনি গেল জানান, তাঁর এখনও মৃত্যুর সময় হয়নি।

সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ডেকচেয়ারে ক্লান্ত ভাবে শুয়ে রয়েছেন গেল। তাঁর পরনে সেনার পোশাক। জানা গেছে, বড় ধরনের কোনও জখম নেই তাঁর শরীরে। টানা পানিতে থাকার জন্য জ্বর এসেছে শুধু।

তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে দেশটির প্রশাসন থেকে জানানো হয়েছে।

জাহাজডুবির ঘটনায় কমপেক্ষ ৮৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রথম দিকে এই দুর্ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় এখনও আরও দু’জন নিখোঁজ রয়েছেন।



আর্কাইভ