মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » শিশুকে কুপিয়ে হত্যা, সেই ঘাতক মামা গ্রেফতার
শিশুকে কুপিয়ে হত্যা, সেই ঘাতক মামা গ্রেফতার
ছয় বছরের শিশু মাহবুব আলম রিহানকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সেই ঘাতক মামা তৌহিদ মিয়া (৪০) ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়। মঙ্গলবার জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে নিহত শিশুর মা শাহিনা বেগম ছেলে হত্যার অভিযোগে (ভাইয়ের শ্যালক) বিয়াই তৌহিদের বিরুদ্ধে সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখায়।
তৌহিদ জেলার তাহিরপুর উপজেলার সদরের ভাটি তাহিরপুর গ্রামের সাক্তা উদ্দিন ওরফে আফাজ উদ্দিনের ছেলে।
মামলার বাদী জামালগঞ্জের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের হানিফ উদ্দিনের স্ত্রী শাহিনা বেগম যুগান্তরকে জানান, তৌহিদ গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীপুর গ্রামে ভগ্নিপতি হাবিবুর রহমানের বোন মিলি বেগমের বাড়িতে বেড়াতে আসেন। পরে সোমবার সকালে ভগ্নিপতি হাবিবুর রহমানের প্রতিবেশী বাসিন্দা ভগ্নিপতি হানিফ উদ্দিন ও বোন শাহিনা দম্পতির ছেলে মাহবুব আলম রিহানকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তৌহিদ।
ঘটনার পর পরই পরিবার ও গ্রামের লোকজন ঘাতক তৌহিদকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।