মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে করোনা হাসপাতালে এফসিসিআইয়ের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী
ফরিদপুরে করোনা হাসপাতালে এফসিসিআইয়ের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী
ফরিদপুরের করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় দুটি অক্সিজেন কনসেনট্রেটর ও মাস্ক দিয়েছে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন চেম্বারের কর্মকর্তারা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফসিসিআই প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, পরিচালক মো. আলী আকবর, মো. আনিসুজ্জামান ও মো. লিয়াকত হোসেন লিটন এসব সামগ্রী তুলে দেন সংশ্লিষ্টদের হাতে। এসময় ফরিদপুরের বিএমএ সভাপতি ডা. আসম জাহাঙ্গীর হোসেন চৌধুরী টিটো ও স্বাচিপের সভাপতি ডা. আব্দুল জলিল।
বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এসময় বলেন, এই অক্সিজেন কনসেনট্রেটর মেশিন বাতাসে থাকা অক্সিজেনের মাত্রাকে বৃদ্ধি করে মুমূর্ষু রোগীদের অক্সিজেন ঘাটতি পূরণ করে। নতুন দুটি অক্সিজেন কনসেনট্রেটর করোনায় আক্রান্ত চিকিৎসায় সুফল দেবে। তিনি জানান, গত এক সপ্তাহে ফরিদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমতির দিকে।